যে সকল কর্মকর্তা কর্মচারীদের অফিস নিযুক্ত করা নেই, এই ভিডিও দেখে সহজেই তাদের অফিস নিযুক্ত করা যাবে।সফলভাবে অফিস নিযুক্ত করার জন্য "Add New Designation" বাটনে ক্লিক করে উক্ত কর্মকর্তা কর্মচারীর অফিস লেয়ার, অফিস, ইউনিট, উপাধি সিলেক্ট করে সেভ করুন।
কর্মচারী/কর্মকর্তার নিবন্ধন
যে সকল কর্মকর্তা কর্মচারীদের ই-নথি/ ডি-নথি আইডি নেই তারা সহজেই এই ভিডিও দেখে নিজেদের আইডি রেজিষ্ট্রেশন করতে পারবেন। রেজিষ্ট্রেশন ফর্মে চাওয়া সকল তথ্যগুলো সঠিকভাবে প্রদান করে ফর্মটি জমা দিলে, নির্দিষ্ট সময় পর টেম্পোরারি আইডি ও পাসওয়ার্ড প্রদানকৃত ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে। যা ব্যবহার করে আপনি আপনার আইডি লগ-ইন করতে পারবেন। বি.দ্র: আপনার প্রয়োজনীয় অফিস/পদবী ফর্মে উল্লেখ না থাকলে info@rdcd.gov.bd তে মেইল করুন
নিবন্ধন অনুমোদন
এডমিন হিসেবে আপনার অধিনস্ত কর্মকর্তা কর্মচারীদের ই-নথি / ডি-নথি আইডি গ্রহণ/বাতিল করা এবং গ্রহণ/বাতিলের পূর্বে কর্মকর্তা কর্মচারীদের প্রদানকৃত তথ্যের সত্যতা যাচাই-বাছাই করার ও তথ্যসমূহ প্রিন্ট করার সম্পূর্ণ প্রক্রিয়া জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন।
মেনু পারমিশন প্রদান
যে সকল কর্মকর্তা কর্মচারীদের মেনু পারমিশন নেই, এই ভিডিও দেখে সহজেই তাদেরকে মেনু পারমিশন প্রদান করা যাবে।সফলভাবে মেনু পারমিশন প্রদানের জন্য উক্ত কর্মকর্তা কর্মচারীর নির্দিষ্ট অফিস, উপাধি, মডিউল, রোল সিলেক্ট করে সেভ করুন। বি.দ্র: আপনার প্রয়োজনীয় অফিস/পদবী ফর্মে উল্লেখ না থাকলে info@rdcd.gov.bd তে মেইল করুন
অফিস নিযুক্ত করণ